March 20, 2025

EIIN: ১৩৯৮৮৫ | মোবাইল: +৮৮০১৩২৪৭৩০২০৫

প্রতিষ্ঠাতা সভাপতির বাণী

আমার সামান্য সঙ্গতি প্রবল কামনা নিয়ে আধুনিক বিজ্ঞান সম্মতভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করেছি। এটি হবে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এখানে দক্ষ উপযুক্ত শিক্ষক -শিক্ষিকা নিয়োগ করা হয়েছে প্রয়োজনে আরো যুগোপযোগী শিক্ষক নিয়োগ করা হবে। এখানকার সকল শিক্ষার্থী স্বচ্ছ চিন্তার অধিকারী হবে। এবং নতুন শতাব্দীর একটি চ্যালেঞ্জের মোকাবিলা করবে।


আমি দ্যারথহীন ভাবে প্রতিশ্রুতি দিতে চাই ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট এমনভাবে শিক্ষার্থী তৈরি করবে যারা শুধু জাতীয় পর্যায়ে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে, যাদের নিয়ে গর্বে ভরে উঠবে আমাদের প্রাণ

সকলের আশীর্বাদ ,শুভাশিস সহযোগিতা নিয়ে আমরা গড়ে তুলেছি  আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের আরো উন্নয়ন অগ্রযাত্রার জন্য আপনাদের সহযোগিতা , পৃষ্ঠপোষকতা এবং পরামর্শ একান্ত কাম্য।

অধ্যাপক (ডাঃ) এম আমজাদ হোসেন

( স্বাধীনতা পদক প্রাপ্ত )

প্রতিষ্ঠাতা সভাপতি

,বি ফাউন্ডেশন

ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট

চিরিরবন্দর, দিনাজপুর।

অধ্যক্ষের বাণী

বাংলাদেশের উত্তর পশ্চিম এলাকার সীমান্তবর্তী প্রত্যন্ত একটি জেলা দিনাজপুর। সবদিক থেকে বলা চলে অনগ্রসর একটি জেলা। এই জেলারই কৃতি সন্তান অধ্যাপক ডাঃ এম আমজাদ হোসেন স্যারের ভাবনা প্রসূত-একটি বাক্য “আর নয় থেমে থাকা”। যার ফলশ্রুতিতে ২০০০ সালে তিনি প্রতিষ্ঠা করেন একটি ফাউন্ডেশন। যার নামকরণ করা হয় “এবি ফাউন্ডেশন”। এই ফাউন্ডেশনের আওতায় পরিচালিত বহুমুখী কার্যক্রমের মধ্যে প্রথম কার্যক্রম হিসেবে প্রথম পথ চলা শুরু করে “আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল”। ২০০১ সালে শিক্ষাকার্যক্রম শুরু করার পর প্রথম পর্যায়ে স্কুল শাখা ও দ্বিতীয় পর্যায়ে কলেজ শাখা তৃতীয় পর্যায়ে "ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট"  প্রতিষ্ঠার পর থেকেই পরিচালনা পর্ষদের সঠিক সুচিন্তিত নিদের্শনা ও শিক্ষকগণের আন্তরিকতা মিশ্রিত পাঠদানে শিক্ষার্থীরা ক্রমান্বয়ে যে সফলতা বয়ে এনেছে, দেশের উত্তরাঞ্চলের শিক্ষা বিপ্লবে যে পরিবর্তন নিয়ে এসেছে, তা একটি শিক্ষিত জনশক্তি গঠনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধ করতে যথার্থ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

 ফাউন্ডেশনের তত্বাবধানে "ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট" আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর ন্যায় বিভিন্নমুখী সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে ধীরে ধীরে  দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান দখল করে নেবে বলে আমার বিশ্বাস। এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জ্ঞানের ও গুণের আলো ছড়িয়ে পড়ুক দেশে ও বিদেশে, ঐকান্তিক চেষ্টার মাধ্যমে এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ হাফেজ।

অধ্যক্ষ
ডাঃ আমজাদ পলিটেকনিক ইনস্টিটিউট

চিরিরবন্দর, দিনাজপুর।